৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

পটিয়ায় যুবলীগ নেতা পিচ্চি লিটন গুলিবিদ্ধ

আপডেট: আগস্ট ২৮, ২০১৯

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন প্রকাশ পিচ্চি লিটন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধলঘাট মোস্তফা গ্রুপের গেটের সামনে একটি সিএনজি অটোরিকশাযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম-কালুরঘাট সড়কের পটিয়া বোয়ালখালী খালের বালিমহালের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটনের সঙ্গে হাবিলাস দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আহমদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন