২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পরীমণির ফেসবুক আইডি “ডিজঅ্যাবল”

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

অনলাইন প্রতিবেদকঃঃ  ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির ফেসবুক আইডি রবিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইডিতে প্রবেশ করতে গেলেই তা ডিজঅ্যাবল দেখাচ্ছে। সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন পরীমণি। এতে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি নিয়মিতভাবে আপডেট দেন। তাই এখানে তার ভক্ত ও অনুসারীরর সংখ্যাও ব্যাপক।

এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, গতকাল রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি। এছাড়া আমার আইডি থেকে কোনো মেসেজ আসলে তাতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
পরী আরও বলেন, ব্যক্তিগত আইডি না থাকলেও আমার ভেরিফায়েড ফ্যানপেজ অ্যাকটিভ রয়েছে।

এর আগেও পরীমণির ফেসবুক আইডি কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল।

117 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন