আপডেট: নভেম্বর ৩, ২০১৯
বিজয় নিউজ:: ঝিনাইদহের সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাসপুর এলাকায় বিএসএফের গুলিতে আবদুর রহিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সে মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।
রোববার ভোর ৪টার দিকে এলাকার ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আবদুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালায়। এ সময় আবদুর রহিম নিহত হন।
তিনি জানান, অনানুষ্ঠানিক বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আবদুর রহিমের লাশ।
বিষয়টি নিয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তারা এখনও এ ধরনের খবর পাননি।