আপডেট: নভেম্বর ২৫, ২০১৯
সাইফুল ইসলাম হিজলা :: আগামী ২৭ নভেম্বর-২০০১৯। এই দিনে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে হিজলা উপজেলা আ’লীগের। কার পাল্লা ভারী। আগামী ৩ বছরের হিসাব নিকাশ। কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক। ইতোমধ্যে ২৭ তারিখের সম্মেলনকে ঘিরে শুরু হচ্ছে আ’লীগের নতুন মেরুকরণ।
বিগত দিনের এমপি পংকজ নাথ বনাম হিজলা থানা আওয়ামীলীগ দ্বন্দ্ব সংঘাত প্রকাশ্যে রুপ নিচ্ছে বর্তমানে। ছোট ছোট বিরোধ হচ্ছে এরি মধ্যে। এতো দিন বিরোধ অন্ধকারে তালবদ্ধ থাকলেও তা আর আবডালে থাকছে না ক্রমশ্য হয়ে উঠছে প্রকাশ্যে। এটি এখন দিনের মতো আলো জ্বালিয়ে দিচ্ছে জনমনে। এক পক্ষে এমপি লীগ অপর পক্ষে হিজলা থানা অবহেলিত আ’লীগ। কার ভাগ্যে কি জুটছে সে অপেক্ষার পালা বসছে ২৭ নভেম্বর হিজলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে। ত্যাগ হতাশা আর বঞ্চনার শিকার পুরাতন আ’লীগ ইতোমধ্যে শক্ত অবস্থানে দাড় করিয়েছেন পুরাতন অবহেলিতরা। একটি দৈনিক জানায় ৩০ অক্টোবর খুন্নাবাজার আ’লীগ কার্যালয়ে আওয়ামীলীগ ও এমপি লীগের মধ্যে বিতন্ডার সৃষ্টি হয়। তবে তা বেশি দুর এগোয়নি। ১৪ নভেম্বর হিজলা কলেজে দু’ পক্ষের সংঘাত আরও পরিস্কার করে দিচ্ছে বিরোধকে।
আপর দিকে ২১ নভেম্বর বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে সংহতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুলতান মাহমুদ টিপুর কমিটি গঠনকে নিয়ে আবারও দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। সুলতান মহমুদ টিপু দাবি করছেন উপজেলা কমিটির সকলকে অবহিত করা হয়েছে। ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাঢ়ি আগের দিন সকলকে দাওয়াত দিয়েছেন।
সম্মেলনে উপস্থিত হননি। তারা চা”চ্ছেন এমপি লীগে থাকতে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আ’লীগের পক্ষ থেকে জানাগেছে এমপি লীগে রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন পন্ডিত, হিজলাগৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, শিক্ষক সহিদুল ইসলাম রিপন খান, মাষ্টার নাসির উদ্দিন সহ একটি গ্রুপ।
অপর দিকে অবহেলিত আ’লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপুর পক্ষে রয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আ: লতিফ শিকদার, ধুল খোলা সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বর, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার রয়েছেন দু’লীগের পক্ষে। দু ধারার আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে জনমনে শুরু হয়েছে নানা কথা।
কেউবা বলছেন একে ঘিরে সংঘাত হতে পারে। আবার কেউবা মনে করছেন আবুল হাসানাত আবদ্দুল্লহ, ইফনুছ তালুকদার এর সম্মেলনে এমপি লীগ বাধা হয়ে দাড়ালে সেটি হবে টিপু লীগের প্লাস পয়েন্ট। মাইনাস যোগ হতেপারে এমপিলীগ বা স্বে”ছাসেবকলীগে। ইতোমধ্যে কেন্দ্রে এমপি লীগ কোনঠাসা রয়েছে। তবে অপেক্ষার পালা ২৭ নভেম্বর কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ।
সভাপতি সুলতান মাহমুদ টিপু জানান, আমরা দির্ঘদিন হিজলা থাান আওয়ামীলীগ লালন পালন করে আসছি। এখনও হিজলা আওয়ামীলীগ নৌকা প্রতিককে শ্রদ্ধা করে আসছি “ এটি জাতির পিতা বঙ্গ বন্ধুর নৌকা”। উড়ে এসে জুরে বসেছে স্বে”ছাসেবকলীগ। ৭ বছরে হিজলায় স্বে”ছাসেবকলীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে পংকজ। পঙ্গু করে দিচ্ছে হিজলা মেহেন্দিগঞ্জ আওয়ামীলীগকে। নৌকার পাল মা¯‘ল ভেঙ্গে ফেলেছে, এমনকি নৌকা ডুবিয়ে দিয়েছে মেঘনায়। এনায়েত হোসেন হাওলাদার জানান, হিজলা মেহেন্দিগঞ্জ দুটি উপজেলা আওয়ামীলীগ নিয়ে খেলছে পংকজ নাথ।
এটি কারও অজানা না। ক্ষমতাসীন হওয়ারপর থেকেই এমপি নিজস্ব বলয় তৈরী করে স্বেচ্ছাসেবকলীগ দিয়ে দ্বন্দ্ব বাধিয়ে রাখছে আওয়ামীলীগের মধ্যে। আমরা অবহেলিত আওয়ামীলীগ নৌকা নিয়ে আছি। জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী অনেক পরে হলেও বুঝতে পেরেছেন পংকজ কি ? সে জন্যই কেন্দ্র থেকে পংকজকে রাজনীতি থেকে বিরত রেখেছেন।