২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

উপজেলা মডেল মসজিদ হিজলা উপজেলা সদরে

আপডেট: মার্চ ৬, ২০২০

হিজলা প্রতিনিধি :: রশি টানা টানি আর দর কষা-কষির অবসান ! নাকি এখনও অন্ধরে চলছে হিজলা উপজেলা মসজিদ নিয়ে টানা হেচড়া।

৩ ফেব্রুয়ারি এমপি, ডিসি, ইউএনও মিলে হিজলা উপজেলা সদর জামে মসজিদের জায়গা পরিদর্শন শেষে এলাকাবাসিকে আসস্ত করেন-হিজলা উপজেলা চত্তরেই হতে যাচ্ছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। আশার আলো–। বাজার ব্যবসায়ী, স্থানীয় মুসুল্লিদের মাঝে একটু হলেও সস্থি আসছে।
উল্লেখ্য প্রতিটি উপজেলায় একটি করে নতুন ৪ তলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় হিজলা উপজেলা পরিষদ জামে মসজিদের স্থানে নির্মিত হতে যা”িছল নতুন ভবন। এমপি পংকজ নাথ, সাবেক ইউএনও আবু জাফর রাশেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী সর্বপরি হিজলা উপজেলা পরিষদের সমন্বয় সভায় মসজিদ নির্মানের জন্য উপজেলা পরিষদকেই নির্ধারন করা হয়। হালে মসজিদ নিয়ে তিনটি ধারায় বিভক্ত হয়।

একটি মহল চাইছেন আফছার উদ্দিন সিনিয়র মাদ্রাসায়, একটি পক্ষ চাচ্ছেন অন্য একটি ইউনিয়নে। বিরোধের সুত্র পাত সেখান থেকে। বরিশাল জেলা প্রশাসকের জনসাধারণের উন্মুক্ত বক্তব্যে আশঅর আলো দেখছেন হিজলা বাসী। জেলা প্রসাশক, এমপি পংকজ নাথ, ইউএনওকে সাধুবাদ জানান তাঁরা।

151 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন