আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২
                        চট্টগ্রাম প্রতিনিধি:; বাবার নিথর দেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মিরসরাইয়ের বারইয়ারহাট সালমা ইসলাম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাকসুদা আক্তার। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাকসুদার বাবা মোহাম্মদ খানসাব মৃত্যুবরণ করেন।
খানসাব উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও তিনি দীর্ঘদিন ধরে হিঙ্গুলী ইউনিয়নে বদর ভূঁইয়া বাড়িতে বসবাস করতেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাকসুদার বাবা মারা গেছেন। তার ছোট মেয়ে মাকসুদা আক্তার এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবা মারা যাওয়ায় সে খুব ভেঙে পড়েছে। অনেক বুঝিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। রোববার জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় দিলো মাকসুদা
তিনি আরও বলেন, ছাত্রী হিসেবে মাকসুদা খুব মেধাবী। বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষকেন্দ্রে আমি নিজে গাড়ি করে মাকসুদাকে দিয়ে এসেছি। আজ তার ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল।