আপডেট: মে ২০, ২০২৩
আপডেট:
এনায়েত হোসেন মোল্লা:: বরিশালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) বলেছেন, ‘নোটিশ পেয়ে শেখ হাসিনার মাথা খারাপ। এটা বন্ধ করে ওটা বন্ধ করে। এখন একটা নতুন থিওরি বাইর করছে ওয়েস্ট মিনিস্টার কায়দার নির্বাচন। ওই কায়দায় নির্বাচন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ দিয়েছে? আওয়ামী লীগ সরকার ৭৩ সালে ভোটের বাক্স নিয়ে গোনে পরের দিন। ৯৬ সালে সরকারি কর্মকর্তাদের মখা আলমগীরের মাধ্যমে অভ্যূত্থান করে নির্বাচন করেছে। আর ১৪ ও ১৮ সাল তো আপনারা নিজেই দেখেছেন। এখন ওয়েস্ট মিনিস্টার নির্বাচন কেমন করে দেবে? যদি এতোই আপনার জনগণের ওপর আস্থা থাকে, কথায় কথায় বলেন উন্নয়ন করেছেন তাইলে আপনার ভয় কিসের? আপনি পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন।’
নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার মুক্তি, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবস্থা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎতের লোডশেডিং, আওয়ামী লীগের সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবী বাস্তবায়নে বরিশালে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান ওমর বলেন, ‘বিএনপির নীতিনির্ধারকরা পলিসি নিয়েছে আমরা এই নির্বাচনে যাবো না। মহাসচিব নির্দেশ দিয়েছেন যিনি নির্বাচনে যাবেন তিনি বিএনপি করেন না। খবরদার। অনেক লোভ লালশা প্রত্যাখ্যান করেছেন সামান্য লোভে আপনারা ভোট দিতে যাবেন না।’
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শাহিদুল্লাহ। সমাবেশের সঞ্চালনা করেছেন মহানগর সদস্য সচিব মীর জাহিদুল করিব জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।