১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

খালেদা জিয়ার জন্মদিন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট: মে ১০, ২০২১

বিজয় নিউজ:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে মুখ খোলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অবশেষে বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো।

তিনি আরও বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।

সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার তৃতীয় করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ করার পর তার জন্মদিন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির বিরোধী শিবির থেকে দাবি করা হচ্ছে, খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়। তার জন্মদিন ৮ মে। তিনি এতদিন ভুয়া জন্মদিন পালন করে আসছেন। তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি করোনা রিপোর্টে খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্টই এসেছে।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন