২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় চোরাই ট্রলারে আলাদিনের চেরাগ

আপডেট: জুন ৩, ২০২২

হিজলা প্রতিনিধি :: আলী আহাম্মদ গাজি একটি সাধারণ নাম।পুত্র কবির গাজি একজন ক্ষুদ্র জেলে। তাও কারেন্ট জাইল্যা।দিন আনে দিন খায়। সংসারে নুন আনতে পান্তা ফুরায়।কথিত আছে তিনি জনৈক নেতার আস্থা ভাজন।তাতেই তাঁর একটু খুটির জোর বেশি।
সূত্র দাবি করছেন আলী আহাম্মদ গাজির বাড়ি হিজলা উপজেলা সদরের পার্শ্ববর্তী গ্রাম বাউশিয়া ৮ নং ওয়ার্ডে। বসবাস করেন নদীর অপর পাড়ে নতুন চরে। হালে তিনি ২০ গরুর মালিক। কয়েকদিন আগে কয়েক লক্ষটাকা ব্যায়ে পাকা বাড়ির স্বপ্ন দেখছেন। ২ লক্ষ টাকায় কিনেছেন ষ্টিল বোর্ডের একটি ট্রলার।হালে তিনি এখন মাসের মাথায় কোটিপতি।
স্থানীয় নাসির উদ্;নি জানান, কদিন আগে কারেন্টজাল বেয়ে মাছ শিকার করতেন। এতেই চলত সংসার। এখন ২০ গরু, ২ লক্ষ টাকার ষ্টিল বোর্ডের ট্রলার, আছে পাকা বাড়ি। রয়েছে কাড়ি কারি টাকা। এর উৎস্য কোথায় জানা নেই তার।
ট্রলার মালিক কবির গাজি জানান, তিনি ট্রলারটি মেমানিয়া থেকে ক্রয় করেছেন। লিখিত ডকুমেন্ট রয়েছে। একটি মহল তার সুনাম নষ্ট করতে উঠে পড়েলেড়েছে।

194 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন