২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল উজিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোষ্ট-আদালতে মামলা

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩

  1.  উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে মানহানীকর অসত্য ফেজবুক পোষ্ট ও ফেজবুকে কমান্ডকারীর বিরুদ্ধে আদালতে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের। আসামীদের মোবাইল জব্দ করেছে পুলিশ। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে একই ইউনিয়নের বাবুল মোল্লার ছেলে এবং ঐ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলালের ছোট ভাই মইনুল ইসলাম (সাদ্দাম), মৃত সরোয়ার বেপারীর ছেলে পারভেজ বেপারী, মজিবর হাওলাদারের ছেলে রোমান হাওলাদারের বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তাজুল ইসলাম প্রিন্স বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তাজুল ইসলাম প্রিন্স জানান গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রোমান হাওলাদার (রোমান) নামক একটি ফেজবুক আইডি দিয়ে তাজুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে বিভিন্ন মানহানীকর অসত্য মন্তব্য করে ফেজবুকে পোষ্ট দেয়। এই পোষ্টের আলোকে পারভেজ বেপারী ও মইনুল ইসলাম ফেজবুক পোষ্টে চোর, সরকারি ব্রিজের টাকা আত্মসাৎসহ বিভিন্ন মানহানীকর মন্তব্য প্রদান করে। বিষয়টি নিয়ে তাজুল ইসলাম প্রিন্স আসামীদেরকে উক্ত পোষ্ট থেকে বিরত থাকার অনুরোধ করে। এতে আসামীদ্বয় আরো ক্ষিপ্ত হয়ে ফেজবুকে আরো মানহানীকর পোষ্ট দেওয়ার হুমকি প্রদান করে। এ কারণে আদালতে সাইবার মামলা দায়ের করতে বাধ্য হয়। আদালতের নির্দেশে গত ৯ নভেম্বর শেরে বাংলা বাজার থেকে থেকে পারভেজ বেপারীর স্যামসং গ্যালাক্সী এফ ২২ এবং রোমান হাওলাদারের ভিভো ৬২০ – ২০২১ মোবাইল ফোন দুটি উজিরপুর মডেল থানার এস,আই রাকিবুল ইসলাম বাদীর উপস্থিতিতে জব্দ করে আদালতে প্রেরণ করেন। এস,আই রাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
105 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন