আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩
বিজয় নিউজঃঃবরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে ছোট ভাইয়ের হামলা বড় ভাইসহ আহত হয় ২ জন। আহত সূত্রে জানা যায় অবঃ পুলিশ বড় ভাই হাজী মোঃ জয়নাল আবেদীন (৬৫,) বলেন নগরীর ৩০ নং ওয়ার্ডের গ্রাম চহঠা এলাকায় একই বাড়িতে ছোট ভাই মিজান গাজী,তার দুই ছেলে, মোঃ সাইমুন গাজী(২১) মোঃ সায়ীদ গাজী (১৮) এরা ৩জনে মিলে তার বড় ভাইর কয়েকটি গাছ কাটতে ছিল। এ সময় বড় ভাই গাছ কাটা বাদা দিলে ছোট ভাই মিজান গাজী সহ তার ছেলে দের কে নিয়ে বড় ভাই জয়নাল আবেদীন ও ছেলে কে মারধর করে এক প্রযায় তাদেরকে এলোপাথারি দাঁড়ানো অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয়রা দ্ধার করে সেবাচিম হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগের প্রস্তুতি চলছে । এলাকা সূত্রে জানা যায় মিজান গাজী একজন মাদক সেবন কারী। মিজান গাজী মাদক সেবন করে গত ৭বছর আগে বড় ভাই জয়নালকে হত্যার চেষ্টা করেছিলো। এ ছাড়াও থানার মিজান গাজীর নামে ২টি মাদক মামলা রয়েছে। সে একজন মাদক ব্যবসায়ী, এলাকায় ক্রাশ করে আছে তার ভয়ে কেউ কোন কথা বলতে পারছে না। প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।