৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

হিজলা বিএনপিতে নতুন মুখের আবির্ভাব – হেমায়েত হোসেন

আপডেট: জুলাই ৫, ২০২৫

সাইফুল ইসলাম   ::  বরিশাল ৪ আসনে বিএনপি’র নতুন মুখের সন্ধান মিলেছে। বহু বছর পরে হলেও হিজলার সাখাওয়াত পরিবারে বিএনপি’র দেখা মিলেছে।
৫ জুলাই উপজেলার ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় হঠাৎ স্থানীয় সাংবাদিকদের ডাক পড়ে। শনিবার ১১ টার দিকে হাজির হন জনৈক ব্যক্তি। তিনি অন্য কেউ নান বর্তমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা  ও ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের ছোট ভাই মো : হেমায়েত হোসেন সোহরাব।
রাজনৈতিক অঙ্গনে পরিবারটির অবস্থান দীর্ঘকালের। সাখাওয়াত পরিবার সব সময় রাজনৈতিক অঙ্গনে  ছিলেন অন্তরালে। এবার ছোট ভাই হেমায়েত হোসেন এলাকার  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখতে চান। তিনি হিজলার রাজনীতিতে নতুন হলেও বিএনপির রাজনীতিতে অনেক পুরনো। তার দেয়া তথ্য মতে ১৯৭৭ সাল থেকে বিএনপি’র রাজনীতি শুরু।
১৯৮১ থেকে ১৯৮৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন হেমায়েত। ১৯৮২ থেকে ১৯৮৫      সালে ছিলেন সহ দপ্তর সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ছিলেন সহ-সভাপতি।
একান্ত আলাপ চারিকায় তিনি জানান, হিজলা মেহেন্দিগঞ্জে তিনি নতুন। জীবন পার করেছেন ঢাকার পল্লবীতে। এখন থেকে হিজলা মেহেন্দিগঞ্জ মুলাদীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। আসন বিন্যাস নিয়ে তিনি তার ভাইয়ের বিপরীতে রয়েছেন।
তিনি দাবি করেন হিজলা মুলাদী আসন হলেই ভালো হয়।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন