২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

পাউবো র কার্যসহকারী কবির এখন কোটি টাকার মালিক

আপডেট: অক্টোবর ২৯, ২০১৯

বরিশাল ধান গবেষনা রোডস্থ বিলাসবহু ভবন বামে  হুমায়ুন কবির ডানে                                           ছবি; বিজয় নিউজ

বিজয় নিউজ:: বানন্দরবন জেলার কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী হুমায়ুন কবির সম্পদের পাহাড় গড়েছেন । বরিশালে হুমায়ুন এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। তার বিরুদ্ধে ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনার বরিশাল বিভাগীয় কার্যলয় অভিযোগ নং-৩১১ হুমায়ুনের এসব কাজের প্রত্যক্ষদর্শী গোলাম সরোয়ার নামে এক ব্যাক্তি। অভিযোগে জানা যায়- হুমায়ুন কবিরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনয়নের।

তিনি অত্যান্ত দ্ররিদ্র পরিবারের সন্তান। তার চার ভাইয়ের মধ্যে অন্যান্য তিন ভাই দিনমজুরের কাজ করেন। কবির পানি উন্নয়ন বোর্ডে সামান্য বেতনে কার্যসহকারী চাকরি করেন। কিন্তু দূনীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।তিনি নামে বে নামে ৭ টি দলিল করে জমি ক্রয় করে যার মূল্য কোটি কোটি টাকার জমরি মালিক। বর্তমানে বরিশাল সদর জে এল ৫৬ নং রুপাতলী মৌজায় এস এ ৪৭৯৮ খতিয়ানে ১০ শতাংশ ও বরিশাল বিশ্ববিদ্যলয় সংলগ্ন জে এল ১২৯ নঙ পূর্ব চর দপদপিয়া মৌজায় ১৭.২৫ খতিয়ানে ০৫ শতাংশ জমি (দলিল নং ১৬৬৭) তার নিজ নামে সাব কবলা করেন।

তার নিজ গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ২০ নং রঘুনাথপুর মৌজায় এসএ ৪৩০ নং খতিয়ানে ১০ শতাংশ জমি ( দলিল নং ২৮৩৭) এস্ ৪৯২ নং খতিয়ানের দাতা আজার মৃধার কাছ হতে ১০ শতাংশ জমি সহ নিজ নামে সর্বমোট ১০১ শতাংশ জমি সাব কবলা করেন।

যার আনুমানিক মূল্য ২ কোটি টাক। এছাড়াও হুমায়ুন কবিরের বরিশাল ধান গবেষনা রোডে ১ কোটির ৩০ লক্ষ টাকার ব্যয়ে ৫ শতাংশ জমির উপর ৬ তলার ফাউন্ডেশনের ৪ তলা বিল্ডিং নির্মান করেন।

বর্তমানে তার সম্পদের মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা। যা তার পেশাগত আয়ের সাথে মোটেই সঙ্গতিপূর্ন নয়। এ বিষয় অভিযোগকারী গোলাম সরোয়ার দুর্নীতি দমন কমিশন বরিশালে উপ- পরিচালকের কাছে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের লিখিত আবেদন করেন। অনেকে মনে করে অবৈধ ভাবে অর্থ অজর্ন করেছে। এবং তিনি কর্মস্থলে নিয়মিত অফিস না করে কর্ম স্থানে আছনে বলে কাগজ কলমে দেখানো হয়। জানা যায় তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ বিষয় হুমায়ুন কবিরের ব্যবহার কৃত মোবাইলে একাদিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই এই জন্য তার বক্তব্য দিতে পারি নাই।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন