আপডেট: জুলাই ২৩, ২০১৯
সিলেট নগরীর একটি বাসা থেকে খাটে বসা গ্রিলে বাঁধা অবস্থায় ওলি সরকার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্বামী রাতুল সরকারকে।
মঙ্গলবার দুপুরে নগরীর করেরপাড়ার মেঘনা বি-২০ নম্বর বাসা থেকে ওলির লাশ উদ্ধার হয়।
ওলি সুনামগঞ্জের দিরাই উপজেলার আছিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে ও রাতুল সরকারের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পুলিশ জানায়, ওলির মৃত্যু অত্যন্ত রহস্যজনক। তারপরও হত্যা না আত্মহত্যা তা লাশের ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
জালালাবাদ থানার এসআই নাজমুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওলির স্বামী রাতুলকে আটক করা হয়েছে। যদিও রাতুল দাবি করছেন, রাতে বাসায় ছিলেন না তিনি, রাতে ওই বাসায় ওলির কয়েক আত্মীয় ছিলেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় দরজা খোলা ছিল। বন্ধ ছিল জানালা। লাশটি জানালার গ্রিলের সঙ্গে বাঁধা এবং খাটের ওপর বসানো ছিল।
জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো ওলি সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার সাড়া না পাওয়ায় পাশের কক্ষে থাকা আত্মীয় ও প্রতিবেশীরা কক্ষে ঢুকে দেখতে পান খাটে বসা ও গ্রিলে বাঁধা অবস্থায় রয়েছে ওলির লাশ। পরে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওলির স্বামী রাতুলকেও নিয়ে যায় পুলিশ।