১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনায় সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত

আপডেট: মার্চ ৩১, ২০২০

বিজয় নিউজ:: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আজ ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর কথা জানিয়েছেন। এর পর শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন থেকে সার্কুলার জারি হবে।

করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। এর মধ্যেই নতুন করে সরকারের পক্ষ থেকে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলো।

প্রসঙ্গত সরকারর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া সর্বশেষ তথ্যানুসারে, এ পর্যন্ত দেশে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ২৫ জন।

180 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন