২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মোট ৯ হাজার ছাড়াল

আপডেট: মে ৩, ২০২০

বিজয় নিউজ:: দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার আওতা বাড়ার পর থেকে শনাক্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এটিই একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা ও সংক্রমণ শনাক্তের সংখ্যা।

এছাড়া এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে।

আর নতুন ৬৬৫ জনসহ সর্বমোট আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুজন। তারা ঢাকার বাইরের। একজন রংপুরের বাসিন্দা, আরেকজন নারায়ণগঞ্জের।

মারা যাওয়াদের ২ জনের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। আরেক জনের বয়স ষাট বছরের ওপরে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ৬০ জনকে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৯ হাজার ৮৭৪ জনকে। ছাড়া পেয়েছেন ২ হাজার ১৪৯ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

207 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন