৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

ডেঙ্গুজ্বরে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া আমিনুলের মৃত্যু

আপডেট: জুন ৪, ২০২০

চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার কলচোঁ ইউনিয়নের রামপুরার নিজ বাড়িতে তিনি মারা যান। আমিনুল ইসলাম এবার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেন।

মৃত আমিনুল ইসলাম ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়াবাড়ির বাসিন্দা।

কলচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, গত কয়েক দিন থেকে আমিনুল ইসলাম অসুস্থ ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। সেখানে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

এর আগে আমিনুল ইসলাম হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন– ‘এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।

আমিনুলের মৃত্যুতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।

150 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন