৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ডিসিদের নির্দেশ’‘স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে

আপডেট: জানুয়ারি ২০, ২০২২

বিজয় নিউজ:: করোনাভাইরাস থেকে সুরক্ষায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে বেড়ে চলা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসকদের সহায়তা প্রয়োজন।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ বেড়েই চলেছে। বুধবারও সাড়ে ৯ হাজার মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে। এতে সরকার আতঙ্কিত না হলেও বিষয়টি আশঙ্কাজনক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

‘আমরা জেলা প্রশাসকদের বলেছি— আপনারা গতবার যেভাবে করোনা নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন, এবারও সেটি করতে হবে। আপনারা যেহেতু জেলার দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে কাজ করেন। স্থানীয় প্রতিনিধি যারা আছে, তাদের নিয়েও কাজ করেন। তাদের নিয়ে কাজ করলে আপনাদের কাজ আরও ভালো হবে, সফল হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনের কারণে ছড়িয়ে পড়া সংক্রমণের লাগাম টেনে ধরতে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। এগুলো বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসন।

78 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন