২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগির সিদ্ধান্ত নেবেন

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২

বিজয় নিউজ:: মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টারের গোলা পড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর সুরাহার জন্য শিগগির একটি সিদ্ধান্ত নেবেন। আমরা শান্তিপ্রিয় দেশ, শান্তি বিঘ্ন হোক তা আমরা কখনো চাই না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আ্যন্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

58 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন