৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কোর্টের সেরেস্তাদার নারীর ঘুষকাণ্ড’র ভিডিও ভাইরাল

আপডেট: নভেম্বর ১৫, ২০১৯

বিজয় নিউজ:: নকল নিতে হলে টাকা দিতে হবে,যদি টাকা না দেয়া হয় তা হলে আমার পক্ষে নকল দেয়া সম্ভব নয় এই ভাবেই বলছেন ব‌রিশা‌ল জজ কো‌র্টের সে‌রেস্তাদারের এক নারী। এমন বক্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। নাম তার রেখা। তিনি বরিশাল জজ আদালতে কর্মরত।

 

ভিডিওতে দেখা গেছে, একজন ব্যাক্তি নকল উঠাতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী এক হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী ব্যক্তি বলেন, আমি নিয়ম অনুযায়ী সরকারী টাকা জমা দিয়েছি।

কেন ও আপনাকে এক হাজার টাকা দিতে হবে। যদি দিতে হয় তা হলে আমাকে রশিদ দিতে হবে? এর উত্তরে ওই নারী বলেন, কোন টাকার রশিদ দেয়া হবে না।
একজন নাম না করার শর্তে বলছেন, বরিশাল জজ কোর্টের সেরেস্তাদার রেখার ঘুষ বানিজ্যের দৃশ্য এই সব অসত কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করা হলে আইন আদালতে ভোগান্তি কম হত।

115 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন